চকবাজারের চুড়ির হাট্টা, বনানীর এফ আর টাওয়ার, গুলশানে ডিএনসিসি মার্কেট, এরপর গাউছিয়া মার্কেট, তোপখানা রোডের ট্রপিক্যাল টাওয়ার, এরপর আবার বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় আগুন লাগলো রাজধানীর খিলগাঁও বাজারে।
এ সম্পর্কে ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঠিকই কিন্তু ততক্ষণে বাজারের একাংশ পুড়ে ছাই। এসময় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষ কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেন তা জানালেন।
ঈদকে সামনে রেখে দোকানীরা প্রচুর মজুদ করেছিলেন।
সব হারিয়ে দিশেহারা দোকান মলিকরা।
এসময় প্রত্যক্ষদর্শীরা নানা কথা বললেন।
এইবাজারে কাপড়ের দোকান থেকে শুরু করে সিরামিক, প্লাস্টিক, ইলেক্ট্রনিক্সসহ সব ধরনের দোকান ছিল। জীবিকা হারিয়ে দোকান মালিকরা এখন নিঃস্ব। এ কি ঘুমন্ত দোকানীদের স্বপ্ন নাকি দুঃস্বপ্ন।