অ্যাকসেসিবিলিটি লিংক

টিকা নিয়েই ভাববেন না নিরাপদ হয়ে গেছেন- শেখ হাসিনা


টিকা নিয়েই ভাববেন না নিরাপদ হয়ে গেছেন- শেখ হাসিনা
টিকা নিয়েই ভাববেন না নিরাপদ হয়ে গেছেন- শেখ হাসিনা

ভ্যাকসিন নিয়েছেন তাই ভাববেন না আপনি নিরাপদ হয়ে গেছেন। আপনাকে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হবে। বিলেতের এক গবেষণায় বলা হয়েছে, প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে নিলে ভাল হয়।

ভ্যাকসিন নিয়েছেন তাই ভাববেন না আপনি নিরাপদ হয়ে গেছেন। আপনাকে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হবে। বিলেতের এক গবেষণায় বলা হয়েছে, প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে নিলে ভাল হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে এটাই জনগণকে স্মরণ করিয়ে দিলেন। বললেন, বিলেতে ১২ সপ্তাহ বললেও ৮ সপ্তাহ পর্যন্ত সময় দেবো। তিনি বলেন, হেলথ গাইডলাইনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যাদের বয়স ৪০ তারাও টিকাদানের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আগে ৫৫ উর্ধদের কথা বলা হয়েছিল। টিকাদান কেন্দ্রে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে।

রোববার দেশ্যব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন প্রধান বিচারপতিসহ ৫০ জন বিচারপতি, ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতাসহ প্রায় সাত হাজার চিকিৎসক টিকা নেন। সারা দেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৮০ জন। ঢাকায় ৫ হাজার ৭১ জন। টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সরজমিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দেখা গেল অনেকেই আসছেন টিকা নিতে। এরমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও এসেছিলেন। তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। বলেন, ভোট উৎসবের মতো দেশে টিকা উৎসব চলছে। সবাইকে টিকা নিতে হবে। না হলে আমরা সুরক্ষিত হবো না।

২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে লোকসমাগম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এক সঙ্গে সংগঠনের পক্ষে সর্বোচ্চ পাঁচ জন এবং ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ দুইজন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন। মাস্ক ছাড়া কাউকে শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না। করোনার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে।

ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ৩১৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৩০ শতাংশ। গত বছর ৮ই মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ই মার্চ।ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:02:10 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG