অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬৯ শতাংশ


Dengue is now spreading beyond Dhaka
Dengue is now spreading beyond Dhaka

ঢাকার বাইরেও ডেঙ্গুর ব্যাপক বিস্তার হচ্ছে । সরকারের তথ্য মোতাবেক গত এক সপ্তাহ ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬৯ শতাংশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র তিনস্তরের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি এবং কম্বিং অপারেশনের কথা জানিয়েছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:02:33 0:00

শুধু ঢাকাই নয়, ঢাকার বাইরেও দেশজুড়ে ডেঙ্গুর ব্যাপক বিস্তার ঘটছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য মোতাবেক গত এক সপ্তাহ সময়ে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬৯ শতাংশ। মৃত্যুর ঘটনাও বাড়ছে। মঙ্গলবারের তথ্যানুযায়ী ঢাকার বাইরে রংপুর ও দিনাজপুরে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আর ঢাকায় মারা গেছেন কমপক্ষে ৪জন- এর মধ্যে হাফসা নামের ঢাকায় বেড়াতে আসা একজন ইতালি প্রবাসী বাংলাদেশী নারী মঙ্গলবার ঢাকায় মৃত্যু বরণ করেছেন। এ নিয়ে গত দুইদিনে ডেঙ্গু জ্বরে ঢাকায় ও ঢাকার বাইরে মোট ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৫০টি আইসিইউ স্থাপনের ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য অদিপ্তরের তথ্যমতে গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গত দুই দিনে ৪৪১৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়েদুল কাদের মঙ্গলবার বলেছেন, দায়সারা কর্মসূচি নয়, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি।

DNCC Mayor Atiqul Islam
DNCC Mayor Atiqul Islam

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনস্তরের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি এবং কম্বিং অপারেশনের কথা জানিয়েছেন।
এতদিন মশক নিধনে ঢাকা দুই সিটি করপোরেশনের হাতে কার্যকর কোনো ওষুধ ছিল না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, নতুন ওষুধের নমুনা এসে পৌঁছেছে। কারিগারি কমিটি পরীক্ষা নিরীক্ষার পর তার জরুরিভিত্তিতে আমদানি করা হবে।

চিকিৎসকগণ বলছেন, ডেঙ্গুর ক্ষেত্রে অন্যান্য রোগে আক্রান্তদের বেশি মাত্রায় সজাগ থাকতে হবে। চিকিৎসক ও বিশেষজ্ঞগণ বলছেন, প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতাই ডেঙ্গু রোগের বিস্তার ঠেকাতে পারে।

XS
SM
MD
LG