শনিবার রাতে রাজধানী ঢাকায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা হয়। রাষ্ট্রদূত, একটি বেসরকারি সংগঠনের প্রধান বদিউল আলম মজুমদারের বাড়িতে, বিদায়কালীন নৈশভোজের পর ফিরছিলেন যখন ওই হামলা হয়।
আমেরিকান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় মোহাম্মদপুর এলাকায় মোটর সাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক হামলা চালায়। বিবৃতিতে বলা হয় রাষ্ট্রদূত ও তাঁর নিরাপত্তা টিম অক্ষত অবস্থায় ওই এলাকা থেকে চলে যান।
গত সপ্তাহে ঢাকায় যান পরিবহন পরিস্থিতির প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী প্রতিবাদ বিক্ষোভ করছে। তবে এটা এখনও সুস্পষ্ট নয় যে আমেরিকান রাষ্ট্রদূতের উপর শনিবারের হামলার সঙ্গে প্রতিবাদ বিক্ষোভের কোন সম্পর্ক আছে কিনা।