অ্যাকসেসিবিলিটি লিংক

তাঞ্জানিয়ায় ফেরিডুবিতে যারা প্রাণ হারায় তাদের ১২জনকে সমাহিত করা হয়


A woman cries beside the body of her sister, a victim of the MV Nyerere passenger ferry, as she awaits transportation for burial on Ukara Island, Tanzania Saturday, Sept. 22, 2018.
A woman cries beside the body of her sister, a victim of the MV Nyerere passenger ferry, as she awaits transportation for burial on Ukara Island, Tanzania Saturday, Sept. 22, 2018.

তাঞ্জানিয়ায় ফেরিডুবিতে যে অন্তত ২২৪জন প্রাণ হারিয়েছে, রবিবার তাদের ১২জনকে সমাহিত করা হয়।

বৃহস্পতিবার, তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে যাত্রীবাহী ফেরিডুবির ঘটনা ঘটে। ফেরিতে অতিরিক্ত যাত্রী ছিল। তীর থেকে ৫০ মিটার দূরে ফেরিটি উল্টে যায়।

ফেরিতে ১০০ যাত্রী থাকার কথা। অনুমান করা হচ্ছে ফেরিটিতে৩০০ যাত্রী ছিল।

তাঞ্জানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া, রবিবার উকেরেওয়ে জেলার উকারা দ্বীপের বিশ্ব গ্রামে পৌছান এবং জাতীয় অন্তেষ্টিক্রিয়ায় নেতৃত্ব দেন। ওই গ্রামেই এমভি নিয়েরেরের নোঙ্গর করার কথা ছিল।

XS
SM
MD
LG