অ্যাকসেসিবিলিটি লিংক

তিন আফগান নিরাপত্তা রক্ষীর শিরশ্ছেদ করেছে চরমপন্থীরা


Nangarhar province, Afghanistan
Nangarhar province, Afghanistan

আফগানিস্তানে কর্মকর্তারা বলেছেন পূর্ব নাঙ্গারহাড় প্রদেশে সরকার পরিচালিত একটি স্কুলের তিন নিরাপত্তা রক্ষীর শিরশ্ছেদ করেছে সন্দেহভাজন ইসলামিক স্টেট চরমপন্থীরা। তারা স্কুল ভবনটিও আংশিক ভাবে আগুনে পুড়িয়ে দিয়েছে।

প্রাদেশিক শিক্ষা বিভাগের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে খোগানি জেলায় মালিকার বয়েস হাই স্কুলে, সশস্ত্র এক দল লোক গত রাতে ওই আক্রমণ চালায়।

মোহাম্মদ আসিফ শিনওয়ারি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন হামলাকারীরা পরে ভবনে আগুন ধরিয়ে দেয়। স্কুলের গ্রন্থাগার সহ অন্যান্য কিছু অংশ পুরোপুরি পুড়ে যায়।

কেউ হামলার দায় স্বীকার করেনি তবে প্রাদেশিক সরকার আইএসকে দায়ী করেছে।

সন্ত্রাসী গ্রুপের আফগান শাখা খোরাসান প্রভিন্স নিয়মিত ভাবে আত্মঘাতী বোমা হামলা চালায় ও যে লোকজন সরকারের জন্যে কাজ করছে বলে তারা অভিযোগ করে, তাদের তারা শিরশ্ছেদ করে থাকে।

XS
SM
MD
LG