অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে রোববার


Bangladesh Election Commission
Bangladesh Election Commission

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রেসিডেন্ট আব্দুল হামিদও সম্মতি দিয়েছেন। নিজেদের মধ্যে বৈঠক করে ৪ঠা নভেম্বর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে প্রেসিডেন্টের সাথে সাক্ষাত শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের কারণে তফসিল পেছানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, এ নিয়ে কোন আলোচনা হয়নি। তিনি অবশ্য সংলাপকে স্বাগত জানান। বলেন, ৪ঠা নভেম্বরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তফসিল ঘোষণা বা ভোট গ্রহণের তারিখ নিয়ে কোন আলোচনা হয়নি। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় সিইসি বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সিইসি আশা প্রকাশ করেন নির্বাচনে সব দলই অংশ নেবে।

বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার জন্য হাইকোর্টের নির্দেশ সম্পর্কে জানতে চাইলে কেএম নূরুল হুদা বলেন, কমিশন আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG