অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে চলছে রাজনৈতিক তৎপরতা


পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে চলছে রাজনৈতিক তৎপরতা
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে চলছে রাজনৈতিক তৎপরতা

চলতি বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সম্পন্ন করলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন স্থানে জনসভা করছেন।

চলতি বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সম্পন্ন করলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন স্থানে জনসভা করছেন।

সবমিলিয়ে ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। সংশ্লিষ্ট জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আলিপুরদুয়ারের ১০০% মানুষ সরকারি পরিষেবা পান। জলপাইগুড়ির ৯৫% মানুষ সরকারি পরিষেবা পান।

দুই জেলাতেই প্রচুর উন্নয়ন হয়েছে। হাইকোর্টের সার্কিট বেঞ্চ, বেঙ্গল সাফারি তৈরি হয়েছে। হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ সেতু তৈরি হয়েছে। যা ছিল করে দিয়েছি, আর কিছু বাকি নেই। দুই জেলার সব উদ্বাস্তু কলোনিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।'

তিনি বলেন, ‘আর বিজেপির এনআরসির ধাক্কা খেতে হবে না। এনপিআর খায় না মাথায় দেয়! এনআরসি ও এনপিআরের তফাত কী? অসমে ১৯ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে কাউকে বঞ্চনা করে না।’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00


XS
SM
MD
LG