অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ও ইরান সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারিত করবে


Iranian President Hasan Rouhani received Prime Minister Imran Khan at the Sa’adabad Place in Tehran, April 22, 2019. (courtesy photo)
Iranian President Hasan Rouhani received Prime Minister Imran Khan at the Sa’adabad Place in Tehran, April 22, 2019. (courtesy photo)

পাকিস্তান ও ইরানের নেতারা সোমবার এবিষয়ে একমত হন যে তারা, সন্ত্রাসী গ্রুপ যারা ওই দুই দেশে মারাত্মক হামলা চালায় তাদের বিরুদ্ধে দমন অভিযান চালানোর লক্ষ্য সীমান্ত নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারিত করবেন। সংঘাতে জর্জরিত প্রতিবেশী দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাহায্য করার জন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খান এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। প্রধান মন্ত্রী ইমরান খান একদিন আগে ইরানে তার প্রথম সরকারি সফরে গেছেন। সংবাদ সম্মেলনের আগে দু’দেশের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক নিরাপত্তা, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

XS
SM
MD
LG