অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট জো বাইডেনের ২ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো প্যাকেজ


প্রেসিডেন্ট জো বাইডেনের ২ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো প্যাকেজ নিয়ে কংগ্রেসে আলোচনা শুরু করতে চলছেন আইনপ্রণেতারা। প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে উভয় দলের আইনপ্রনেতাদের সাথে প্যাকেজটি নিয়ে আলোচনার লক্ষ্যে বৈঠক করবেন। এর আওতায় রাস্তা ও সেতু উন্নয়ন, দ্রুত ইন্টারনেট সংযোগ, দ্রুতগতির ট্রেন এবং আরও অনেক অবকাঠামো উন্নয়ন বিষয়ক কাজ অন্তর্ভুক্ত। উভয় দলের আইনপ্রনেতাদের সমর্থন নিয়ে তিনি এই তহবিলটি পাশ করাতে চাইছেন। বছরের শুরুর দিকে বাইডেন তার ১.৯ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ নিয়েও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। প্রেসিডেন্ট চাইছেন ডেমোক্রেট ও রিপাবলিকান আইনপ্রনেতারা এই অবকাঠামো উন্নয়ন প্যাকেজের নানা বিষয় নয়ে আলোচনা করুন, প্যাকেজে কি কি আছে, কোন কোন কাজ করা হবে, অর্থ কিভাবে সংগ্রহ করা হবে, কিভাবে তা পরিশোধ করা হবে, এসব আলোচনা দরকার। এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনেট ৫০-৫০ এ বিভক্ত থাকলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ টাই ভেঙে দিতে পারেন, নিজে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে। সেক্ষেত্রে কেবলমাত্র ডেমোক্র্যাটদের সমর্থন নিয়েই আইনটি পাশ করা সম্ভব। তবে প্রেসিডেন্ট চান দুই দলের সমঝোতায় বিলটি পাশ হোক। রিপাবলিকান নেতারা প্যাকেজের বিরুদ্ধে তাদের বিরোধিতা জানিয়ে বলেছেন যে এটি খুব বড় প্যাকেজ। এবং বাইডেন কীভাবে এর জন্য অর্থ জোগাড় করবেন? কর্পোরেট করের হার বর্তমানে ২১% থেকে ২৮% বাড়িয়ে দিয়ে, যা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কমিয়েছিলেন। নাকি অন্য কোনভাবে? মোটকথা রিপাবলিকানরা এর বিরোধিতা করছেন। রিপাবলিকান নেতারা বলছেন, তারা আশা করছেন যে বাইডেনের সাথে আলোচনার পর তাঁরা অর্থনৈতিক উদ্ধার প্যাকেজের চেয়ে ভালো কিছু করবেন। আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স এর সর্বশেষ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পরিকাঠামোকে সি-মাইনাস গ্রেড দেয়া হয়েছে। গোষ্ঠীটি বলেছে বছরের পর বছর মেরামত ও উন্নয়ন কাজ নিষ্ক্রিয় থাকায় রাস্তাঘাট ও সেতুর অবনতি ঘটেছে, একইভাবে বিমানবন্দর, পানি সরবরাহ ও পয় নিষ্কাশন এবং পাবলিক ট্রানজিট সিস্টেমগুলোরও উন্নয়ন প্রয়োজন।
XS
SM
MD
LG