অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রিডাম হাউসের রিপোর্টে বলা হয়েছে বিশ্ব ব্যাপী সংবাদ মাধ্যমের স্বাধীনতা হ্রাস পেয়েছে


Freedom House new report
Freedom House new report

যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রিডাম হাউস তাদের বার্ষিক রিপোর্টে বলেছে বিশ্ব ব্যাপী সংবাদ মাধ্যমের স্বাধীনতা হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে রাজনৈতিক অধিকার এবং নাগরিক অধিকার।

বুধবার প্রকাশিত ওই রিপোর্টে বেসরকারি ওই প্রতিষ্ঠান বলেছে গত এক দশকের বেশী সময়ে, বিশ্ব ব্যাপী সংবাদ মাধ্যমের স্বাধীনতা সব চাইতে নিম্ন পর্যায়ে গেছে। রিপোর্টে বলা হয় এর কারণ স্বৈরাচারী রাষ্ট্রগুলোতে স্বতন্ত্র বার্তা মাধ্যমের উপর অব্যাহত দমন অভিযান এবং ঐতিহ্যগত ভাবে মুক্ত সমাজেও সাংবাদিকদের বিরুদ্ধে অভূতপূর্ব হুমকি।

রিপোর্টে বলা হয় বিশ্ব ব্যাপী মুক্ত সমাজে এবং স্বৈরাচারী রাষ্ট্রে একই ভাবে নতুন আকারে অবদমন করা হচ্ছে।

XS
SM
MD
LG