বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর দুদিন পর। এই নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে মানুষের মধ্যে নানা প্রশ্ন ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। নির্বাচন অংশগ্রহনমূলক হবে কিনা, স্বচ্ছ হবে কিনা, নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে, আন্তর্জাতিক মহলের কাছে কতোটা গ্রহনযোগ্য হবে।
নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়েও মানুষের মনে আগ্রহ। এসব নিয়ে নির্বাচনের সর্বশেষ অবস্থা জানতে আমাদের সঙ্গে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন নির্বাচনের খবর সংগ্রহ করতে বাংলাদেশে অবস্থানরত সহকর্মী আনিস আহমেদ, এবং বাংলাদেশে আমাদের সংবাদদাতা নাসরীন হুদা বিথী, শরীফ মুজিব, আজমীর হোসেন কনক, মোয়াজ্জেম হোসেন শাকিল, প্রতীক ওমর ও হাসান ফেরদৌস, কলকাতায় আমাদের সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়, নিউইয়র্কে আকবর হায়দার কিরন ও ক্যালিফোর্নিয়ায় আবু নাসের রাজীব।