অ্যাকসেসিবিলিটি লিংক

বিশেষজ্ঞরা প্যারিসে নোটার ডাম ক্যাথিড্রালের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন


Men work on a statue on a facade at Notre-Dame Cathedral after a massive fire devastated large parts of the gothic structure in Paris, France, April 16, 2019.
Men work on a statue on a facade at Notre-Dame Cathedral after a massive fire devastated large parts of the gothic structure in Paris, France, April 16, 2019.

প্যারিসে নোটার ডাম ক্যাথিড্রালে অগ্নি সংযোগের পর যে ক্ষয়ক্ষতি হয়ে তার মূল্যায়ন করছেন বিশেষজ্ঞরা। কর্মকর্তারা বলেন সোমবার আগুন লাগার পর আইকনিক ওই গীর্জার ব্যাপক ক্ষতি হয়। কর্মকর্তারা বলেন আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে।

প্যারিসের অগ্নিনির্বপকদের মুখপাত্র গ্যাব্রিয়েল প্লাস বলেন ভবন বিষয়ে বিশেষজ্ঞ ও স্থপতিরা মূল্যায়নের কাজ শুরু করেছেন। তিনি বলেন “আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আজ আমরা ভবনের কাঠামো এবং আগুনে পোড়া অংশের কী অবস্থা তা পর্যবেক্ষণ করছি।”

দমকল বাহিনীর প্রধান জ্যা ক্লোদ গ্যালে সাংবাদিকদের বলেন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গীর্জার দুটি আইকনিক টাওয়ার এবং পাথরে তৈরি কাঠামো বাঁচাতে পেরেছে।

আগুনে ক্যাথিড্রালের ছাঁদ এবং প্রধান চুড়া ধ্বংস হয়ে যায়।

XS
SM
MD
LG