অ্যাকসেসিবিলিটি লিংক

বোলারদের নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি জয় 


নিউজিল্যান্ডের হেনরি নিকলসকে আউট করার পর বাংলাদেশ দলের খেলোয়াড়রা উল্লাস করেন। সেপ্টেম্বর ১, ২০২১- এএফপি
নিউজিল্যান্ডের হেনরি নিকলসকে আউট করার পর বাংলাদেশ দলের খেলোয়াড়রা উল্লাস করেন। সেপ্টেম্বর ১, ২০২১- এএফপি

নিউজিল্যান্ডের সাথে ম্যাচ জেতার মূল নায়ক বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন। টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের এটি দ্বিতীয়বার সর্বনিম্ন সংগ্রহ। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার সাথে ১৬.৫ ওভারে একই রান করেছিল তারা।  

ঢাকায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বুধবার নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে আটকে দিয়ে নিউজিল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জিতলো বাংলাদেশ। সাকিব আল হাসান করেন ২৫ রান।

নিউজিল্যান্ডের সাথে ম্যাচ জেতার মূল নায়ক বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন। টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের এটি দ্বিতীয়বার সর্বনিম্ন সংগ্রহ। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার সাথে ১৬.৫ ওভারে একই রান করেছিল তারা।

স্কিপার টম লাথাম এবং হেনরি নিকলস প্রত্যেকে ১৮ রান করলেও দলের অন্য ব্যাটসম্যানরা ডাবল ডিজিটে পৌঁছাতে ব্যর্থ হন।

স্পিনার নাসুম আহমেদ, সাকিব এবং পেস বোলার মোহাম্মাদ সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন।

প্রথম ওভারে মাহদি হাসানের বলে রাচন রাভিন্দ্রা ম্যাচের শুরুতেই কট এন্ড বোল্ড হন।

পাঁচ রান করে সাকিবের বলে বোল্ড আউট হন উইল ইয়ং এবং পরে লেফট আর্ম স্পিনার নাসুম এক ওভারে দুটি উইকেট নেন। এই দুটি উইকেটের মধ্যে কলিন দ্য গ্র্যান্ডহোম আউট হন ১ রানে এবং তখন নিউজিল্যান্ডের রান সংখ্যা হয় ৪ উইকেটের বিনিময়ে ৯।

লাথাম ও মিকলস ৩৪ রান করলেও সাইফুদ্দিনের বলে জুটি ভাঙ্গে। নতুন খেলোয়াড় কোল ম্যাকঞ্চি ০ রানে আউট হয়ে যান এবং সাইফুদ্দিন নিকলসকে প্যাভেলিয়নে ফেরত পাঠান। নিউজিল্যান্ডের ব্যাটিং তাশের ঘরের মতো ভেঙ্গে পড়ে।

গত মাসে ৬২ রানে অস্ট্রেলিয়াকে আটকে দেয়ায় বাংলাদেশ দল টি-২০তে ৪-১ সিরিজে জয়লাভ করে। নিউজিল্যান্ডকেও বাংলাদেশে তাদের সর্বনিম্ন রানে আটকে রাখে।

বাংলাদেশ দল ব্যাট করতে নেমে সাত রানে ওপেনার মোহাম্মাদ নাইম আউট হন, লিটন দাস স্ট্যাম্পড আউট হন।

মুশফিকুর রাহিম ১৬ রানে আউট হন, মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৪ রান। সাকিবের ২৫ রানের মধ্যে দিয়ে ১৫ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের সাকিব আল হাসানকে প্লেয়ার অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে শুক্রবার।

XS
SM
MD
LG