অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলের আমাজন বনাঞ্চলে অগ্নিকাণ্ড অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে


The Week That Was in Latin America Photo Gallery
The Week That Was in Latin America Photo Gallery

আসন্ন জি-৭ সম্মেলনে আমাজনে অগ্নিকাণ্ড আলোচ্যসূচির শীর্ষে থাকা উচিত বলে যে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের অতি দক্ষিণ পন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো তার তীব্র সমালোচনা করে বলেছেন যে তার দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার টুইট করেন যে “অ্যামাজন ঘনবর্ষণ বনাঞ্চল যা পৃথিবীর ফুসফুস এবং গ্রহের ২০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে তা জ্বলছে। এটা একটা আন্তর্জাতিক সঙ্কট।” ম্যাক্রোঁ টুইটারে লেখেন, “আমাদের ঘর জ্বলছে।”

এ বছর ব্রাজিলের আমাজন বনাঞ্চলে অগ্নিকাণ্ড অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পুড়তে থাকা পৃথিবীর সর্ববৃহৎ এই বনাঞ্চল নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।

XS
SM
MD
LG