অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি


India
India

ভারতের বিশিষ্ট ব্যক্তিরা রামের নামে মানুষ মারা বন্ধ করার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন দীপংকর চক্রবর্তী।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিভিন্ন জায়গায় রামের নাম করে সংখ্যালঘু মুসলমান ও দলিত শ্রেণীর মানুষদের পিটিয়ে মারার ঘটনায় দেশবাসীরা উদ্বিগ্ন। নানা ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত বিশিষ্ট জনেরা এব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। ২৩শে জুলাই তারিখে লেখা ওই চিঠিতে চলচ্চিত্রকার শ্যাম বেনেগল, অনুরাগ কাশ্যপ, অপর্ণা সেন, অঞ্জন দত্ত থেকে শুরু করে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী অনুপম রায়, শোভা মুদ্গল, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ প্রমুখ ৪৯ জন সই করেছেন। তাঁরা লিখেছেন, আপনি নিজে সংসদে দাঁড়িয়ে এই ধরনের ঘটনার নিন্দা করেছেন। কিন্তু দোষীরা ভয় পায়, এমন কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। জয় শ্রী রাম ধ্বণি এখন যেন একটা যুদ্ধের হুঙ্কারে পরিণত হয়েছে। ভারতের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় রামকে শ্রদ্ধা করে। তাঁর নামকে এভাবে ভূলুণ্ঠিত হতে দেবেন না। আমরা শান্তিপ্রিয়, ভারতীয় হিসেবে গর্বিত। সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

XS
SM
MD
LG