অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সুপ্রিম কোর্টে তিন জন মহিলা বিচারক নিয়োগের সুপারিশ  


বাঁদিক থেকে বিচারপতি বি ভি নাগরত্না, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি বেলা ত্রিবেদী। ছবি সৌজন্য: বার অ্যান্ড বেঞ্চ
বাঁদিক থেকে বিচারপতি বি ভি নাগরত্না, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি বেলা ত্রিবেদী। ছবি সৌজন্য: বার অ্যান্ড বেঞ্চ

আজ ভারতের প্রধান বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বে কলেজিয়াম কেন্দ্রীয় সরকারকে তিনজন মহিলা বিচারপতিসহ ন'টি নাম সুপারিশ করেছে। তাঁদের মধ্যে একজন ভবিষ্যতে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতিও হতে পারেন।  

সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগকারী কলেজিয়াম আজ তিনজন মহিলা বিচারপতিসহ মোট ন'জনকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার জন্য সুপারিশ করেছে। গত প্রায় বছরখানেক ধরে এই নিয়ে একটা অচলাবস্থা চলছিল। অথচ সুপ্রিম কোর্টে বিচারপতির পদগুলো খালি রয়েছে, যার ফলে মামলা জমে যাচ্ছিল।

শেষ পর্যন্ত আজ ভারতের প্রধান বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বে কলেজিয়াম কেন্দ্রীয় সরকারকে তিনজন মহিলা বিচারপতিসহ ন'টি নাম সুপারিশ করেছে। তাঁদের মধ্যে একজন ভবিষ্যতে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতিও হতে পারেন।

এঁরা হলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বি ভি নাগরত্না, তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি এবং গুজরাত হাইকোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী। এর মধ্যে বিচারপতি নাগরত্নার প্রধান বিচারপতি হওয়ার সুযোগ রয়েছে। যদিও এখনই নয়, ২০২৭ সালে তাঁর সময় আসবে। কিন্তু তখন ভারত প্রথম এক জন মহিলা বিচারপতি পাবে, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

বিচারপতি নাগরত্না তাঁর এজলাসে বেশ কিছু মামলায় প্রসঙ্গক্রমে মহিলাদের অধিকার নিয়ে সরব হয়েছেন। প্রধান বিচারপতি এন ভি রামান্নাও কয়েকদিন আগেই ভারতে নানা ক্ষেত্রে মেয়েদের সমান অধিকার ও সমান সুযোগ দেওয়া হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করেছিলেন। আজ তিনি সামরিক শিক্ষার স্কুল ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মেয়েদেরও ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন। এই রায় যুগান্তকারী, কারণ এর আগে পর্যন্ত ভারতের সবচেয়ে বিখ্যাত ওই সামরিক স্কুলে শুধুমাত্র ছেলেদের ভর্তি নেওয়া হতো।

XS
SM
MD
LG