অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে নতুন করে করোনা সংক্রমিত হলেন ৬৪,৩৯৯ জন


গত শুক্রবার ষাট হাজারের বেড়া টপকানোর পরে ভারতে কিছুটা থমকেছিল করোনার গতি। গত ২৪ ঘণ্টার তা ফের দ্রুত ঊর্ধ্বমুখী হল। নতুন করে সংক্রমিত হলেন ৬৪,৩৯৯ জন। ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ২১ লক্ষ ৫৩ হাজার ১০-এ।

গত শুক্রবার ষাট হাজারের বেড়া টপকানোর পরে ভারতে কিছুটা থমকেছিল করোনার গতি। গত ২৪ ঘণ্টার তা ফের দ্রুত ঊর্ধ্বমুখী হল। নতুন করে সংক্রমিত হলেন ৬৪,৩৯৯ জন। ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ২১ লক্ষ ৫৩ হাজার ১০-এ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার ৮.৯৫ শতাংশ। যা গত দু’দিনের চেয়ে সামান্য কম। প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার।

চলতি সপ্তাহের গোড়ায় ১০ শতাংশের নীচে ছিল এই হার। কিন্তু শুক্রবার তা বেড়ে ১০.৮৮ শতাংশ হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই মূহূর্তে দেশে অ্যাক্টিভ কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৮ হাজার ৭৪৭। গত ২৪ ঘণ্টায় ৯,৬৫৯ জন অ্যাক্টিভ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৬১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে সারা দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৩৭৯।

please wait

No media source currently available

0:00 0:01:25 0:00


XS
SM
MD
LG