অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ভিভিপ্যাট মামলায় সুপ্রিম কোর্টের রায়


Supreme court of India
Supreme court of India

ভারতে ভোটার ভ্যারিয়েবেল পেপার অডিট ট্রেইল ভিভিপ্যাট মামলায়, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে, বড়সড় ধাক্কা খেল দেশের ২১টি বিরোধী দল৷ আজ মঙ্গলবার শুনানিতে ভিভিপ্যাট নিয়ে রায় পুনর্বিবেচনার আরজি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ৷

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা সম্ভব নয়৷লোকসভা নির্বাচনের আবহে দেশের ২১টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ দলগুলির দাবি ছিল, ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখতে হবে৷ আজ ওই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে৷ শুনানির সময় সর্বোচ্চ আদালতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, আপ সাংসদ সঞ্জয় সিং, সিপিআই সাংসদ ডি রাজা, এনসি চেয়ারম্যান ফারুক আবদুল্লা-সহ একাধিক বিরোধী নেতা৷ বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির শুরুতেই বিরোধীদের ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার আবেদন খারিজ হয়ে যায়৷ উল্লেখ করা যেতে পারে এই মামলার শুনানিতে যদিও আগেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রত্যেক বিধানসভার যদি ৫০ শতাংশ করে ভিভিপ্যাটের স্লিপ গোনা হয়, তাতে ফলপ্রকাশ হতে আরও পাঁচদিন দেরি হবে৷ এই প্রসঙ্গে টেনে প্রধান বিচারপতি বলেন, ‘‘ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা সম্ভব নয়৷

XS
SM
MD
LG