অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও পাকিস্তানের বন্দী বিনিময়


Pakistan India
Pakistan India

ভারত ও পাকিস্তান এই দুই দেশের বিভিন্ন জেলে বন্দী অবস্থায় থাকা পরস্পরের নাগরিক ও মৎস্যজীবীদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত-পাকিস্তান৷ জানা গিয়েছে, দুহাজার আট সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তি মেনেই দু’দেশ শুরু করতে চলেছে বন্দী মুক্তির এই প্রক্রিয়া৷

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

যেখানে পাক প্রশাসনের কাছে ভারত দাবি করেছে, ইতিমধ্যে যারা সাজার সময়সীমা অতিক্রম করেছেন এবং ভারতীয় বলে যাঁদের নাগরিকত্ব নিশ্চিত করা গিয়েছে তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক৷ পাশাপাশি ভারতের কাছেও একই অনুরোধ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকেও৷জানা গেছে, ভারতের হাতে পাকিস্তান তুলে দিয়েছে সেখানকার বিভিন্ন জেলে বন্দি তিপান্ন জন ভারতীয় নাগরিক ও চারশো আঠেরো জন ভারতীয় মৎস্যজীবী বন্দির পরিসংখ্যান৷ পাশাপাশি, ভারত পাকিস্তানকে জানিয়েছে,দুশো ঊনপঞ্চাশজন পাক নাগরিক ওএকশো আট জন পাক মৎস্যজীবীর পরিসংখ্যান৷ এনারা প্রত্যেকেই কোনও সময় সীমান্ত পেড়িয়ে বা জলসীমা লঙ্ঘন করে পাক জমিতে ঢুকে পড়েছিল৷ এদেরই চটজলদি মুক্তি দেওয়ার দাবি জানান হয়েছে বলেই খবর৷

XS
SM
MD
LG