অ্যাকসেসিবিলিটি লিংক

ভুটান-বাংলাদেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত


সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোতে শেরিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ভুটান বাংলাদেশ থেকে বিশেষায়িত চিকিৎসক নিয়োগ ও অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়সহ কৃষি, স্বাস্থ্য, পর্যটন বিষয়ে ওই ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোতে শেরিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ভুটান বাংলাদেশ থেকে বিশেষায়িত চিকিৎসক নিয়োগ ও অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়সহ কৃষি, স্বাস্থ্য, পর্যটন বিষয়ে ওই ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে উভয় দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়। ভুটান ১৬টি এবং বাংলাদেশ চেয়েছে ১০টি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার।
এছাড়া ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে সরাসরি বিদ্যুৎ আমদানির বিষয়ও চূড়ান্ত ঐকমত্য হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ আমদানীর লক্ষ্যে ভারতের সাথে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনার জন্য ভুটানের পক্ষ থেকে বাংলাদেশকে পরামর্শ দেয়া হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG