অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৫ জনের প্রাণহানি ঘটেছে


Rescued migrants rest near the city of Khoms, around 120 kilometers (75 miles) east of Tripoli, Libya, Aug. 27, 2019.
Rescued migrants rest near the city of Khoms, around 120 kilometers (75 miles) east of Tripoli, Libya, Aug. 27, 2019.

মঙ্গলবার অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। লিবিয়ার কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। এই নৌকাডুবির ঘটনায় কোনো বাংলাদেশি আছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

ভূমধ্যসাগরে ফের অভিবাসী বোঝাই নৌকা ডুবেছে। মঙ্গলবারের এই নৌকাডুবিতে ৫ জনের প্রাণহানি ঘটেছে, ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তত ২০জন এখনও নিখোঁজ। লিবিয়ার কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। এই নৌকাডুবির ঘটনায় কোনো বাংলাদেশি আছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। লিবিয়াস্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী এই প্রতিনিধিকে বলেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা জানা সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে নৌকাটিতে প্রায় ৯০জন অবৈধ অভিবাসী ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে বেশিরভাগই সুদানের নাগরিক। এদের সবার গন্তব্য ছিল ইউরোপ। শত বাধা বিপত্তির মধ্যেও পাচারকারীরা এই রুটকেই বেছে নেয়। লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, আগস্টেই এ পর্যন্ত কয়েক দফায় শতাধিক অভিবাসীকে ভূমধ্যসাগর পাড়ি দিতে তারা বাধা দিয়েছে।

XS
SM
MD
LG