অ্যাকসেসিবিলিটি লিংক

৪ মাত্রার শক্তিশালী হারিকেন মাইকেল ফ্লোরিডার উত্তরপশ্চিমাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে


 Oct. 9, 2018 satellite image provided by NOAA shows Hurricane Michael, center, in the Gulf of Mexico. (NOAA via AP)
Oct. 9, 2018 satellite image provided by NOAA shows Hurricane Michael, center, in the Gulf of Mexico. (NOAA via AP)

বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের উপকূলে, হারিকেন মাইকেল আরও দ্রুত শক্তি সঞ্চয় করছে। হারিকেন মাইকেলের বিপদজনক প্রভাব মোকাবেলার জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে আবহাওয়াবিদরা জনগণকে সতর্ক করে দিয়েছেন।

ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘণ্টায় প্রায় ২৪৫ (পঁয়তাল্লিশ) কিলোমিটার বেগের বাতাস নিয়ে হারিকেন মাইকেল শক্তিশালী ৪ মাত্রার হারিকেনে পরিণত হয়েছে।

ফ্লোরিডার উত্তরপশ্চিমাঞ্চলে এখন পর্যন্ত হারিকেন মাইকেল হবে সব চাইতে শক্তিশালী ঝড়।।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছেন।

XS
SM
MD
LG