অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার শুনানী শুরু হচ্ছে ১০ ডিসেম্বর


Netherlands International Court Rohingya
Netherlands International Court Rohingya

মিয়ানমারের বিরুদ্ধে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে গণহত্যাসহ নির্যাতনের অভিযোগ করে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে গাম্বিয়া। আগামী ১০ ডিসেম্বর ওই মামলার শুনানী শুরু হচ্ছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে গণহত্যাসহ নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানী আগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে। বিচার আদালতের কার্যালয় দ্য হেগ-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১২ ডিসেম্বর পর্যন্ত শুনানী অনুষ্ঠিত হবে। এতে বলা হয়, ১০ ডিসেম্বর গাম্বিয়া শুনানীতে অংশ নেবে, ১১ ডিসেম্বর মিয়ানমার এবং ১২ ডিসেম্বর শেষ দিনের শুনানী এবং পর্যবেক্ষণ উপস্থাপন করা হবে। গাম্বিয়া বলছে, তারা আদালতের কাছে মিয়ানমারকে ওইসব কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য মিয়ানমারের ওপরে জরুরি নির্দেশনা জারির আবেদন জানাবে। উল্লেখ্য, মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক ক্ষমতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে তা নাকচ করে দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম সোমবার বলেছেন, মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের আওতার বাইরে নয়। ১১ নভেম্বর আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছে। এদিকে, মিয়ানমার সরকারের মুখপাত্র উ জ হতে সোমবার রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ বাঁধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন।

XS
SM
MD
LG