করোনা মহামারির কারণে কর্মসূচী পালনে বিঘ্ন ঘটায় মুজিববর্ষের মেয়াদ আরও নয় মাস বাড়ানো হয়েছে। এখন এই কর্মসূচী ২০২১ সনের ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে।
মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২০২০ সনের ১৭ই মার্চ থেকে ২০২১ সনের ২৬শে মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পালন করা সম্ভব হয়নি। এ কারণে সময় বাড়ানো হয়েছে।
ওদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন মারা গেছেন। এর মধ্যে ২৩ জন পুরুষ ও চার জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬৩২ জন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী বহন করা যাবে না, এই নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার সৌদি এয়ারলাইন্স ২৬০ জন যাত্রী নিয়ে আসে। এ জন্য বিমান সংস্থাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। কঙ্গোতে জাতিসংঘ মিশন শেষে ১৫৬ জন সেনাসদস্য করোনা নেগেটিভ সনদ ছাড়াই ঢাকা আসেন। তাদেরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী