অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকো উপসাগরে হারিকেন ব্যারি লুইজিয়ানার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে


People check out the waves on Lakeshore Drive in New Orleans, Friday, July 12, 2019, as water moves in from Lake Pontchartrain from the storm surge from Tropical Storm Barry in the Gulf of Mexico. The area is behind a levee that protects the rest of…
People check out the waves on Lakeshore Drive in New Orleans, Friday, July 12, 2019, as water moves in from Lake Pontchartrain from the storm surge from Tropical Storm Barry in the Gulf of Mexico. The area is behind a levee that protects the rest of…

আবহবিদরা বলেছেন মেক্সিকো উপসাগরে অবস্থান করা ঝড় ব্যারি আরো শাক্তি সঞ্চয় করে এখন হারিকেনে পরিণত হয়েছে এবং শনিবার লুইজিয়ানার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

জাতীয় হারিকেন সেন্টার সতর্ক করে দিয়েছে যে এখন ১ ক্যাটাগরির হারিকেন ব্যারি সম্ভবত, বিপদজনক ঝড়, ঝড়ো হওয়া ও ভারি বর্ষণ আনবে। এর ফলে মেক্সিকো উপসাগরীয় এলাকার কিছু অংশে এবং মিসিসিপি নদীর নিম্ন উপত্যকায় বন্যা বড় ধরণের ঝুঁকি হয়ে উঠতে পারে।

অতলান্তিক সাগরে এই মরসুমের প্রথম হারিকেন, ব্যারি, ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এবং ঘন্টায় ৯ কিলোমিটার গতিতে লুইজিয়ানার উপকূলের দিকে এগুচ্ছে। আবাবিদরা মনে করছেন ব্যারি শনিবার পরে দুর্বল হবে। নিউ অরলিন্স নগরীতে বাসিন্দারা তাদের বাড়ি ঘর জোরদার করছে, এবং জিনিষপত্র মজুদ করছে। স্থানীয় সময় শনিবার সকাল নাগাদ সেটি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে লুইসিয়ানায় জরুরী অবস্থা জারি করেছেন। ঘূর্ণীঝড় ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করার লক্ষ্যে, অর্থ ও অন্যান্য সাহায্য সমন্বয় করার জন্য, প্রেসিডেন্ট, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং কেন্দ্রীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা ফিমাকে অনুমতি দিয়েছেন।

XS
SM
MD
LG