অ্যাকসেসিবিলিটি লিংক

মে এবং ট্রাম্প আলোচনা বৈঠকে বসেন


Trump
Trump

ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন ব্রিটেনের সঙ্গে বিষ্ময়কর এক বাণিজ্যিক চুক্তি সম্পাদনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে আলোচনার পর ট্রাম্প লন্ডনে সাংবাদিকদের কাছে ওই বক্তব্য রাখেন।

মে দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন কিন্তু স্বীকার করেন যে জলবায়ু পরিবর্তন এবং ইরান বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য আছে।

ট্রাম্প এবং মে যখন যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তখন হাজার হাজার প্রতিবাদকারী লন্ডনের সর্বত্র বিক্ষোভ প্রদর্শন করছিলো। বিক্ষোভকারীরা ব্যানার হাতে ট্রাম্প বিরোধী স্লোগান দিচ্ছিল। ট্রাম্প বেবি নামের বিশাল বেলুন কাছাকাছি উড়ছিল।

প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তিনি কোন বিক্ষোভ দেখননি।

মে বলেছেন ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব প্রারিত করতে পারে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে।

XS
SM
MD
LG