আসন্ন রমজানকে সামনে রেখে সমাজের সকলকে সচেতন করতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আয়োজনে “যাকাত ফেয়ার” অনুষ্ঠিত হয়। এই ফেয়ারে যাকাতের তাৎপর্য তুলে ধরা হয়।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলেন- মুসলিম বিশ্বে বর্তমানে যে ক্ষুদা দারিদ্র বিরাজ করছে তা যাকাতের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দুর করা সম্ভব।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির চেয়ারম্যান ড. সবুর খান কিভাবে যাকাত মানুষকে আত্মনির্ভরশীল করে তা ব্যাখ্যা করেন।
সাবেক বিচারপতি আব্দুর রউফ বলেন- যাকাতের অর্থ হচ্ছে বিশুদ্ধ করন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান যাকাত সম্পর্কে বলেন – যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচনের পথ আছে।
দিনব্যাপী যাকাত ফেয়ার, যাকাত সংক্রান্ত পরামর্শ ডেস্ক, বিভিন্ন ইসলামিক বই, যাকাত ভিত্তিক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন সহ নানা ধরনের স্টল ছিল। এ ফেয়ারের মাধ্যমে যাকাত প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। ফরজ আমলগুলোর মধ্যে সালাতের পরই যাকাতের স্থান। যাকাতের ধর্মীয় তাৎপর্য অপরিসীম। ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট।