অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্ত চালাচ্ছেন


USA, Washington, Jennifer Williams, special adviser for Europe and Russia in the Office of U.S. Vice President Mike Pence
USA, Washington, Jennifer Williams, special adviser for Europe and Russia in the Office of U.S. Vice President Mike Pence

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্ত চালাচ্ছেন। দ্বিতীয় সপ্তাহের মত প্রকাশ্যে এই শুনানী চলবে। ট্রাম্প ইউক্রেনকে কী ভাবে চাপ দিয়েছেন ২০২০ সালের নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের তদন্ত চালানোর জন্য, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীরা এ সপ্তাহে সাক্ষ্য দেবেন।

বর্তমানের এবং সাবেক ৮জন সরকারী কর্মকর্তা কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটিতে সাক্ষ্য দেবেন। ওই অধিবেশন দেশব্যাপী টেলিভিশনে সম্প্রচারিত হবে। অন্যতম সাক্ষি --

ইউরোপীয় ইউনিয়নে আমেরিকার রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড বুধবার সাক্ষ্য দেবেন।

এর আগে রুদ্ধদ্বার কক্ষে দেওয়া সংশোধিত সাক্ষ্যে সন্ডল্যান্ড বলেন ইউক্রেনের ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনোস্কির এক সহকারীকে, সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে তিনি সতর্ক করে দেন যে তারা যে সামরিক সহায়তা চান তা তারা পাবেন না যতক্ষন না কিয়েভ নেতা প্রকাশ্যে বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দেবেন।

ট্রাম্প অস্বীকার করেছেন যে তিনি বাইডেন ও তার পুত্রের তদন্তের বিনিময় সামরিক সাহায্য দেওয়ার কথা বলেছেন। অবশ্য বাইডেনের তদন্ত ছাড়াই ১১ই সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সাহায্য দেয়।

XS
SM
MD
LG