অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সরকারের কাজকর্ম আংশিক সাময়িক বন্ধের নবম দিন চলছে


যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন বা কাজকর্ম আংশিক সাময়িক বন্ধ থাকার নবম দিন চলছে।

যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন বা কাজকর্ম আংশিক সাময়িক বন্ধ থাকার নবম দিন চলছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দেয়াল তোলায় অর্থ বরাদ্দের বিষয়ে আইনপ্রনেতাদের প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অব্যাহত আহবান এবং এ ব্যাপারে কোনো সমঝোতা না হওয়ায় এই অবস্থা চলছে।

শনিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ডেমোক্রেটরা এই শাটডাউন বন্ধে প্রয়াস নিতে পারেন, “আমি হোয়াইট হাউজে তাদের জন্যে অপেক্ষা করছি, তারা আসুন, সীমান্ত নিরাপত্তা বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাই”।

ঐ দেয়াল তোলার খরচ বাবদ ৫০০ কোটি ডলার বরাদ্দের বিষয়টি আটকে আছে আইনপ্রনেতাদের অসম্মতিতে। প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক দফায় টুইট বার্তায় এ বিষয়ে সমঝোতার আহবান জানিয়েছেন। শুক্রবারের এক টুইটে তিনি বলেন দেয়াল তোলার অর্থ না পাশ করলে তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেবেন এবং হন্ডুরাস, গুয়াতেমালা ও আল সালভাদরে সহায়তা বন্ধ করে দেবেন।

XS
SM
MD
LG