অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার তুরস্কের নাগরিকরা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট দিয়েছে


TURKEY VOTERS
TURKEY VOTERS

রবিবার তুরস্কের নাগরিকরা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট দিয়েছে। এই নির্বাচন, তাইয়েপ এরদোয়ান এবং তাঁর ইসলামপন্থী একে পার্টির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। প্রায় ১৫ বছর আগে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন।

২০১৭ সালের গণভোটের ধারাবাহিকতায় এই নির্বাচনের পর প্রেসিডেন্ট অনেক বেশী ক্ষমতা পাবেন। বিশ্লেষকরা মনে করেন নেটো সদস্যভুক্ত এ দেশটির গণতন্ত্রকে তা খর্ব করবে এবং একে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাবে।

এরদোয়ান বলেছেন তিনি জয়ী হলে দেশের অর্থনৈতিক সমস্যা এবং দক্ষিণপূর্ব তুরস্কে কূর্দী বিদ্রোহীদের মোকাবেলা করতে, তাঁর নতুন ক্ষমতা সহায়ক হবে।

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি’র প্রার্থী মুহাররেম ইনসে।

XS
SM
MD
LG