অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী


Japan Minister Visit Rohingya Camp
Japan Minister Visit Rohingya Camp

কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন সাকিল।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মঙ্গলবার সকালে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। সেখানে প্রথমেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত বিভিন্ন ত্রাণ কেন্দ্র ঘুরে দেখেন। এরপর পরিদর্শন করেন জাপান সরকারের অর্থায়নে পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত পানি বিশুদ্ধকরণ প্রকল্প। পানি বিশুদ্ধকরণ প্রকল্পের পানি নিজে ব্যবহার করেও দেখেন তিনি।
পরিদর্শনকালে শরণার্থী ক্যাম্প ঘুরে ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন তারো কোনো। তবে এসময় সাংবাদিকদের সাথে কথা বলেননি তিনি।
বিকালে কক্সবাজার ত্যাগ করেন তিনি। ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর।

XS
SM
MD
LG