অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা গণহত্যার বিচারে লড়তে সহযোগিতা করবে ওআইসি


রোহিঙ্গা গণহত্যার বিচারে লড়তে সহযোগিতা করবে ওআইসি
please wait

No media source currently available

0:00 0:02:11 0:00
ইসলামিক সহযোগিতা সংস্থা- ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া বলেছেন, আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার ন্যায় বিচার প্রতিষ্টায় আইনী লড়াইয়ে সহযোগিতা করে যাবে ওআইসি। তিনি আজ বিকেলে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেন এবং পাশে থাকার অঙ্গিকারব্যক্ত করেন। তিনি বলেন, ওআইসি চায় রোহিঙ্গারা অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবেন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যমত প্রতিষ্টা করতে ওআইসি কাজ করছে বলেও জানান। ওআইসি’র সহকারী মহাসচিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি সকালে হেলিকপ্টার যোগে ভাসানচর পরিদর্শন করেন। কক্সবাজারের ক্যাম্প থেকে স্বেচ্ছায় দ্বীপটিতে স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের সাথে দেখা করেন তাঁরা। এরপর দুপুরে যান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। কুতুপালং ক্যাম্প-৪ এ অর্ধ শতাধিক রোহিঙ্গা প্রতিনিধির সাথে বৈঠক করেন। এসময় বক্তব্য তুলে ধরেন রোহিঙ্গা প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্যরা ধর্য্য সহকারে রোহিঙ্গাদের বক্তব্য শুনেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন। এই সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে কী প্রাপ্তি রয়েছে; তা নিয়ে কৌতূহলী শরণার্থীরা। কক্সবাজারের থেকে জানাচ্ছেন মোয়াজ্জেম হোসাইন সাকিলঃ
XS
SM
MD
LG