অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আশংকা


Bangladesh Rohingya
Bangladesh Rohingya

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আশংকা প্রকাশ করেছেন যে তাদের দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর, সহজে, শিকার হতে পারে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সহজ ও লোভনীয় শিকার বা টার্গেটে পরিণত হতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঢাকায় রিপোর্টারদের এক অনুষ্ঠানে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে নিজস্ব সাধ্য মোতাবেক বাংলাদেশের আইন-শৃংখলা ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারী ও তদারকি রয়েছে। ইতোমধ্যে যেসব এনজিও রোহিঙ্গাদের এ ধরনের কর্মকান্ডে সহযোগিতা করছে, কালো তালিকাভুক্ত করে তাদের বহিষ্কারও করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ অবিলম্বে এ সংকট নিরসনে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা এবং দেশের সহযোগিতা কামনা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। মিয়ানমার প্রত্যাবাসনের ব্যাপারে ইতিবাচক কথা বললেও বাস্তবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি হতাশাব্যঞ্জক।

XS
SM
MD
LG