করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন তাই বন্ধ আছে আন্তঃজেলা বাস, ট্রেন, লঞ্চ। কিন্তু জীবিকার প্রয়োজনে যারা রাজধানীতে আসেন ঈদকে সামনে রেখে তাদের থাকে বাড়ি ফেরার তাগিদ। তাই যে যেভাবে পারছেন ছুটছেন। আপনজনকে কাছে পেতে মানে না কোন লকডাউন বা করোনা। তেমনি একজন বলেন- তিন বছরের বাচ্চা কান্নাকাটি করতেছে তার জন্য দেশে যাচ্ছি মেয়েকে দেখার জন্য।সরকারিভাবে লকডাউন ঘোষণা করা হলেও মাওয়া ফেরিঘাটের চিত্র ছিল ভিন্ন। ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট।
খন্ড
-
মার্চ ১৪, ২০২৫ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস
-
মার্চ ১৩, ২০২৫এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
-
মার্চ ১৩, ২০২৫ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের গ্রেপ্তারে বিক্ষোভ