অ্যাকসেসিবিলিটি লিংক

লাদাখের কাছে যুদ্ধবিমানের পরীক্ষামূলক মহড়া শুরু করেছে চীন


লাদাখের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমানের পরীক্ষামূলক মহড়া করেছে চীন
লাদাখের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমানের পরীক্ষামূলক মহড়া করেছে চীন

নয়া দিল্লির উদ্বেগ বাড়িয়ে লাদাখের কাছেই অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানের পরীক্ষামূলক মহড়া  সম্পন্ন করেছে চীন।

নয়া দিল্লির উদ্বেগ বাড়িয়ে লাদাখের কাছে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানের পরীক্ষামূলক মহড়া সম্পন্ন করেছে চীন।

জানা গেছে, পূর্ব লাদাখের কাছে শিনজিয়াং প্রদেশের হোটান বিমানঘাঁটি থেকে আকাশে পাড়ি দিচ্ছে চীনের H-20’ বোমারু বিমান। জুনের ৮ তারিখ থেকেই শুরু হয়েছে এই পরীক্ষা নিরীক্ষা। তা চলবে জুনের ২২ তারিখ পর্যন্ত।

এই স্টেলথ বিমানটি ট্রায়ালের অন্তিম পর্যায়ে রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, কারাকোরাম পাসের উত্তর-পূর্বে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চিনের হোটান বিমানবাহিনী ঘাঁটি। লাদাখের প্যাংগং হ্রদের ৪ নম্বর ফিঙ্গার এলাকা থেকে ওই বিমানঘাঁটির দূরত্ব মাত্র ৩৮০ কিলোমিটার। ফলে রাডারে প্রায় অদৃশ্য ‘H-20’ বোমারু বিমানের মহড়ায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে ভারতের প্রতিরক্ষা মহলে।

মূলত, ভারতের অত্যাধুনিক রাফালে ফাইটার জেটগুলির মোকাবিলায় এই নয়া যুদ্ধবিমান মোতায়েন করতে চলেছে বেজিং।

XS
SM
MD
LG