অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় মানবিক অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ


Libyan National Army (LNA) members, commanded by Khalifa Haftar, head out of Benghazi to reinforce the troops advancing to Tripoli, in Benghazi, Libya, Apr. 7, 2019.
Libyan National Army (LNA) members, commanded by Khalifa Haftar, head out of Benghazi to reinforce the troops advancing to Tripoli, in Benghazi, Libya, Apr. 7, 2019.

আহতদের এবং বেসামরিক লোকজনদের সরিয়ে নেওয়ার জন্য, ত্রিপোলির উপকন্ঠে দুঘন্টার অস্ত্র বিরতির জরুরী আবেদন জানিয়েছে জাতিসংঘ। সাবেক সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন পূর্ব লিবীয় সামরিক বাহিনী রাজধানী দখলের জন্য চাপ অব্যাহত রেখেছে।

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল সেরাজ, হাফতারের এই পদক্ষেপকে অভ্যুথ্থানের প্রচেষ্টা বলে আখ্যায়িত করেন। হাফতার ও তার বাহিনী রাজধানীর উপকন্ঠে পৌছে গেছে বলে মনে হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী সেরাজ বলেছেন সরকারী বাহিনী তাদের মোকাবেলা করতে প্রস্তুত।

লিবিয়ায় জাতিসংঘের মিশন ওই এলাকায় সকল পক্ষের প্রতি মানবিক কারণে দু ঘন্টার জন্য অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে।

। সাবেক সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন পূর্ব লিবীয় সামরিক বাহিনী রাজধানী দখলের জন্য চাপ অব্যাহত রেখেছে।

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল সেরাজ, হাফতারের এই পদক্ষেপকে অভ্যুথ্থানের প্রচেষ্টা বলে আখ্যায়িত করেন। হাফতার ও তার বাহিনী রাজধানীর উপকন্ঠে পৌছে গেছে বলে মনে হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী সেরাজ বলেছেন সরকারী বাহিনী তাদের মোকাবেলা করতে প্রস্তুত।

লিবিয়ায় জাতিসংঘের মিশন ওই এলাকায় সকল পক্ষের প্রতি মানবিক কারণে দু ঘন্টার জন্য অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG