অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত নিরাপত্তা জোরদার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্রেটরা ভিন্ন অবস্থানে


সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট নেতাদের মধ্যে কোনো দ্বিমত নেই তবে, তা কিভাবে করা হবে তা নিয়ে দুই পক্ষই ভিন্ন অবস্থানে।

সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট নেতাদের মধ্যে কোনো দ্বিমত নেই তবে, তা কিভাবে করা হবে তা নিয়ে দুই পক্ষই ভিন্ন অবস্থানে।

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলের নেতাদের টেলিভাইস বক্তব্যে তা পরিস্কার হয়েছে। আর এই অবস্থানের কারনে ২২শে ডিসেম্বর থেকে চলমান যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিক বন্ধ অবস্থাও অব্যাহত রয়েছে।

হোয়াইট হাউজ ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বিষয়টি এখন ডেমোক্রেটদের হাতে। তারা সীমান্ত সুরক্ষার জন্যে অর্থ বরাদ্দ করতে সম্মত হলে সরকারের কাজকর্ম চালু হয়ে যাবে। বুধবার এ নিয়ে বৈঠক করার জন্য ডেমোক্রেটদের প্রতি আহবান জানান তিনি।

প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে হাউজ স্পিকার ন্যান্সী পেলোসী এবং সেনেট সংখ্যালঘূ দলের নেতা চাক শুমার বলেছেন অনেকগুলো বিল ইতিমধ্যে পাশ করা হয়েছে যার মধ্যে সীমান্ত সুরক্ষার অর্থ বরাদ্দও রয়েছে। তারা বলেন শাটডাউন চলছে কারন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সীমান্ত দেয়াল নির্মানের বরাদ্দ বাবদ ৫.৭ বিলিয়ান বা ৫৭০ কোটি ডলার বরাদ্দ পাশ করাতে চান যা অত্যন্ত ব্যয়বহুল এবং অকার্যকর।

XS
SM
MD
LG