অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানের সাবেক প্রেসিডেন্ট বাশিরকে উচ্চ নিরাপত্তা কারাগারে স্থানান্তরিত করা হয়েছে


Sudanese demonstrators rally near the military headquarters in the capital Khartoum, April 16, 2019. Protesters toughened their stance Tuesday by calling for the dissolution of the transitional military council, to be replaced immediately with a civilian
Sudanese demonstrators rally near the military headquarters in the capital Khartoum, April 16, 2019. Protesters toughened their stance Tuesday by calling for the dissolution of the transitional military council, to be replaced immediately with a civilian

সুদানের সামরিক বাহিনী সাবেক প্রেসিডেন্ট ওমার আল বাশিরকে ক্ষমাচ্যুত করার ও গৃহবন্দী রাখার ৫ দিন পর, তাকে রাজধানীতে একটি কারাগারে সরিয়ে নিয়ে গেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আত্মীয়রা বলছেন ৭৫ বছর বয়স্ক বাশিরকে মঙ্গলবার খার্তুমের কোবার কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আটক রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার সেনা বাহিনী সামরিক অভ্যুথ্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যের দরুন রাস্তা ঘাটে কয়েক মাস ধরে প্রতিবাদ বিক্ষোভের পর সামরিক অভ্যুথ্থান হয়।

খার্তুমে সেনা বাহিনীর প্রধান কার্যালয়ের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থানধর্মঘট করছে। তারা বেসামরিক অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার দাবী জানাচ্ছে। গত সপ্তাহে সামরিক অভ্যুথ্থানের নেতারা বলেছেন সামরিক পরিষদ দু বছর দেশ শাসন করবে।

XS
SM
MD
LG