প্রত্যক্ষদর্শীরা বলেছে রবিবার সোমালি রাজধানী মোগাদিশুর হাওলওয়াদাগ জেলায় একটি ভবনের প্রাঙ্গণের কাছে এক গাড়ি বোমা বিস্ফোরিত হয়।
শহরের কেন্দ্রস্থলে ওই জেলার সদর কার্যালয় হিসেবে ওই ভবন ব্যবহার করা হয়।
সোমালী সরকারি সূ্ত্রে বলা হয় অন্তত তিনজন নিহত হয়েছে।
মোগাদিশু অ্যামবুলেন্স সার্ভিসের ড. আব্দুল কাদের আব্দুর রহমান আদেন, ভয়েস অফ আমেরিকার সোমালী বিভাগকে বলেছেন তারা ৬ শিশু সহ ১৪ জন আহত ব্যক্তিকে এবং এক মৃত দেহ সেখান থেকে সরিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছে সন্দেহভাজন গাড়িবোমা হামলাকারি ভবনটির অধিকাংশ ধ্বংস করেছে। কাছাকাছি ভবনগুলো ধ্বসে পড়েছে।
অনেকে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে।
ওই আক্রমণের দায় স্বীকার করেছে আল শাবাব।