সোমবার হংকং এ বিক্ষোভকারীরা শহরের আইন পরিষদ ভবনে অনুপ্রবেশ করে। ওদিকে চীনের সঙ্গে পুনর একীকরণের ২২তম বার্ষিকীতে শহরে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়।
হাজার হাজার প্রতিবাদকারী দুপুরে শহরের সরকারি ভবনের চারিদিক ঘিরে ফেলে এবং সন্ধ্যার মধ্যে আইন পরিষদের কাচের দেওয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।
স্থানীয় সময় রাত সাড়ে নটার দিকে বিক্ষোভকারীরা আর বার্তা মাধ্যমের লোকজন ভবনের ভেতরে ঢুকে পড়ে।
একবার ভেতরে ঢুকে বিক্ষোভকারীরা হলওয়েগুলোতে ঘুড়ে বেড়ায় এবং দেওয়ালগুলোতে স্প্রে পেইন্ট দিয়ে লেখে। অনেকে নিরাপত্তা ক্যমেরাগুলো ভেঙ্গে ফেলতে চেষ্টা করে।