শুক্রবার এক হাজারের বেশী মানুষ হংকং বিমানবন্দরে অবস্থান ধর্মঘট করে। প্রতিবাদকারীরা বিমানবন্দরে আগতদের, সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে সতর্ক করে দিচ্ছে। ওই সব বিক্ষোভে লোকজন হতাহত হয়েছে।
বিমানবন্দরের কর্মীরা এবং বিক্ষোভকারীরা কালো পোশাক পড়ে আছে। গণতন্ত্র পন্থী প্রতিবাদকারীদের বিরুদ্ধে আক্রমণে পুলিশ যেভাবে মোকাবেলা করছে, বিমানবন্দরের কর্মীরা এবং বিক্ষোভকারীরা তার সমালোচনা করেন।
সামাজিক মাধ্যমে দেখা গেছে সেল ফোনে তোলা ভিডিও –যে রবিবার হংকং সাবওয়ে স্টেশনে ট্রাইয়েড দুর্বৃত্তকারীরা পাইপ ও লাঠি হাতে প্রতিবাদকারীদের উপর হামলা চালাচ্ছে।