অ্যাকসেসিবিলিটি লিংক

হলি আর্টিজান মামলার পলাতক আসামি শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব


বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান কূটনীতিক পাড়ার অভিজাত হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার সর্বশেষ পলাতক আসামি শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান কূটনীতিক পাড়ার অভিজাত হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার সর্বশেষ পলাতক আসামি শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

শনিবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব এর মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল-মহিপুর সড়ক থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। শারিফুলকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির শীর্ষ নেতা বলে উল্লেখ করে তিনি বলেন গুলশানের হলি আর্টিজানে হামলার পরিকল্পনায় শরিফুলের বিশেষ ভূমিকা ছিল।

মুফতি মাহমুদ খান বলেন আত্মগোপনে থেকে শারিফুল আবারও জঙ্গিদের সংগঠিত করার তৎপরতা চালাচ্ছিলেন। তবে গতকাল তাঁকে গ্রেপ্তারের মাধ্যমে জঙ্গিদের সব পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে তিনি জানান।

২০১৬ সালের পহেলা জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় ১৮ জন বিদেশী নাগরিক সহ ২০ জন নিহত হন।

XS
SM
MD
LG