অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ


Protester holds poster that reads «Thieves belong in jail, not in the palace» in Port-au-Prince, Haiti, June 9, 2019. (Matiado Vilme, VOA Créole)
Protester holds poster that reads «Thieves belong in jail, not in the palace» in Port-au-Prince, Haiti, June 9, 2019. (Matiado Vilme, VOA Créole)

রবিবার হাইতির পোর্ট অ প্রিন্স শহর কেন্দ্রে, গুলি চালনায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে। দু’জন নিহত হয়। সেখানে সরকারের দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করছে।

প্রেসিডেন্ট জোভেনাল মোইসের পদত্যাগ দাবী করে বিক্ষোভকারীরা। তাঁর বিরুদ্ধে সরকারী অর্থ ভান্ডারের অব্যবস্থাপনা ও জালিয়াতির অভিযোগ করছে বিক্ষোভকারীরা। তারা বলেছে তাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ করে যাবে। রাজধানীর উপকন্ঠে মোইসের নিজস্ব বাসস্থানের ৫০ মিটারের ভেতরে প্রতিবাদকারীরা পৌছে যায়। পুলিশ তাদেরকে আর অগ্রসর হতে দেয়নি। প্রেসিডেন্টের বাড়ির সামনে পুলিশ, আরও অফিসার মোতায়েন করেছে।

মোইস তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন ওই সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

XS
SM
MD
LG