অ্যাকসেসিবিলিটি লিংক

আজ রবিবার পালিত হচ্ছে মা দিবস


আজ রবিবার পালিত হচ্ছে মা দিবস
আজ রবিবার পালিত হচ্ছে মা দিবস

আজ রবিবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে মা দিবস।

মে মাসের দ্বিতীয় রবিবার মা এবং মা তুল্য নারীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করে থাকেন মানুষ। কার্ড এবং ফুল উপহার নিয়ে মায়েদের সঙ্গে দিনটি আনন্দে কাটান সবাই।

যুক্তরাষ্ট্রে মা দিবসের সূচনা গৃহযুদ্ধের আগে শুরু হয় যখন ওয়েস্ট ভার্জিনিয়ায় বসবাসকারী অ্যান রেভিস জার্ভিস বাচ্চাদের কিভাবে যত্ন নিতে হয় তা শেখানোর জন্য মাদার্স ডে ওয়ার্ক ক্লাব শুরু করেছিলেন।

জারভিস ১৯০৫ সালে মারা যান, তবে তার মেয়ে আন্না মাতৃত্বর শ্রদ্ধানিবেদনের জন্য দিনটিতে সরকারী ছুটি দেয়ার জন্য প্রচার চালিয়েছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন পুরুষদের অর্জনকে সম্মান জানানোর জন্য আমেরিকান ছুটির দিন রয়েছে, অথচ মহিলাদের জন্য এমন কোন দিন নেই।

অন্যান্য দেশে বিভিন্ন দিনে মা দিবস উদযাপিত হয়ে থাকে। এ বছর করোনা মহামারীর মাঝে মা হয়েছেন অনেক নারী। নারী হিসেবে তাদের বিভিন্ন ভূমিকা পালন করতে ভয়ে পিছপা হননি।

মা দিবসে সকল ম্যায়ের প্রতি রইলো আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।

please wait

No media source currently available

0:00 0:04:05 0:00



XS
SM
MD
LG