অ্যাকসেসিবিলিটি লিংক

ওশেন ভাইকিং জাহাজের অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের ৬টি দেশ গ্রহণ করবে


The migrant rescue ship Ocean Viking, run by two French charities, floats in the distance, as it waits in international waters between Malta and southern Italy for access to a port in this handout picture taken between Aug. 9 and 12, 2019.
The migrant rescue ship Ocean Viking, run by two French charities, floats in the distance, as it waits in international waters between Malta and southern Italy for access to a port in this handout picture taken between Aug. 9 and 12, 2019.

৩৫৬ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি দাতব্য জাহাজকে তীরে ভিড়তে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মল্টা। সুদান থেকে আগত অধিকাংশ ওই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে আছে ১০০বেশী শিশু।

ইউরোপের ৬টি দেশ, অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করার বিষয়ে একমত হওয়ার পর মল্টা নরওয়ের পতাকাবাহী ওশেন ভাইকিং জাহাজটিকে ডক করার অনুমতি দেয়।

জাহাজটি দু সপ্তাহ ধরে ভূমধ্য সাগরে অবস্থান করছিল বন্দরে নোঙ্গর করার অপেক্ষায়।

ফ্রান্স, জার্মানি, আইরল্যান্ড, লুক্সেমবুর্গ, পোর্তুগাল এবং রোমেনিয়া অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করছে। ফরাসী সংবাদ সংস্থা জানিয়েছে কোন অভিবাসন প্রত্যাশী মল্টায় থাকবে না।

XS
SM
MD
LG