অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় বিদ্যাসাগর কলেজের ভিতরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ভাঙল ঈশ্বরচন্দ্রের মূর্তি


Clash at Vidyasagar College
Clash at Vidyasagar College

বিদ্যাসাগর কলেজের ভিতরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ভাঙল ঈশ্বরচন্দ্রের মূর্তি। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো ঘিরে রণক্ষেত্র উত্তর কলকাতার কলেজ স্ট্রিট ও বিধানসরণী।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

উত্তর কলকাতার বিদ্যাসাগর কলেজের ক্যাম্পাসে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ভাঙল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। তৃণমূলের অভিযোগ, অমিত শাহের রোড শোয়ে অংশগ্রহণকারী বিজেপির লোকজনই ভাঙচুর চালায়। বিজেপির দাবি, অমিত শাহের গাড়ি পেরিয়ে যাওয়ার পর কলেজের ভিতর থেকে ইটবৃষ্টি শুরু করে তৃণমূল। তাদের কর্মীরা নিজেদের ধরে রাখতে পারেননি। ইট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, কালো পতাকা দেখানো হয়েছিল। অমিত শাহের গাড়ি চলে যাওয়ার পর কলেজে ঢুকে তাণ্ডব শুরু করেন বিজেপির সমর্থকরা।অমিত শাহের রোড শো চলাকালীন কালো পতাকা দেখান বিদ্যাসাগর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। এরপরই তাদের কর্মীরা ঢুকে পড়ে কলেজের ভিতরে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, কালো পতাকা দেখানো হয়েছিল। কিন্তু ইট ছোড়া হয়নি। বরং বিজেপি কর্মীরাই ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে। পড়ুয়াদের মারধর করে। বিদ্যাসাগরের বাইরে তিনটি বাইকও জ্বালিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা করে ইতিমধ্যে তদন্তের কথা ঘোষণা করেছেন।

XS
SM
MD
LG