অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীর সমস্যা মেটাতে ভারত ও পাকিস্তানের মধ্যস্থতাকারী হবার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প


Prime Minister India Narendra Modi-US President Donald Trump-Prime Minister Pakistan Imran Khan
Prime Minister India Narendra Modi-US President Donald Trump-Prime Minister Pakistan Imran Khan

ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা ‘কাশ্মীর সমস্যা’ মেটাতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

সোমবার ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর সঙ্গে সাক্ষাত কালে তিনি এ কথা ব্যক্ত করেন । তিনি বলেন, 'আমাকে দিয়ে যদি সত্যিই হয়, তা হলে আমি স্বচ্ছন্দে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারি।'

তিনি আরো বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ রকম কোন অনুরোধ নরেন্দ্র মোদি করেন নি।

এতদিন কাশ্মীর সমস্যায় পাকিস্তান বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেয়েছে, তবে এতদিন যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল যে এই সমস্যা দু’দেশের সমস্যা ৷ তাই দ্বিপক্ষীয় ভাবেই তা মেটানো সম্ভব ৷

XS
SM
MD
LG