অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের উহানে করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহন ব্যবস্থা বন্ধ


Passengers wear protective face masks at the departure hall of the high speed train station in Hong Kong, Thursday, Jan. 23, 2020. China closed off a city of more than 11 million people Thursday, halting transportation and warning against public…
Passengers wear protective face masks at the departure hall of the high speed train station in Hong Kong, Thursday, Jan. 23, 2020. China closed off a city of more than 11 million people Thursday, halting transportation and warning against public…

মারাত্মক করোনা ভাইরাস ছড়ান প্রতিরোধ করার জন্য চীন সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে এবং গণপরিবহন ব্যবস্থা বন্ধ রাখছে তাতে সেই সব এলাকার বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। বাসিন্দারা অনিশ্চিত যে তারা কোন পদক্ষেপ নেবে।

১০টি শহরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩ কোটি ৩০ লক্ষ বাসিন্দা এতে প্রভাবিত।

কর্তৃপক্ষ হুবেই প্রদেশের উহান শহরে বিমান ও ট্রেন চলাচল বাতিল করেছে এবং রাস্তা ঘাট বন্ধকরেছে যাতে লোকজন ওই সব শহরে প্রবেশ করতে না পারে বা ওই সব শহর থেকে কোথাও যেতে না পারে। শতশত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

নতুন চান্দ্রবর্ষ উদযাপনের সময় চীনে লক্ষ লক্ষ মানুষ, পরিবারের সঙ্গে মিলিত হয়। সেই সময় করোনা ভাইরাসের উপদ্রব দেখা দিল।

XS
SM
MD
LG