অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের কয়েদীরা রবিবার থেকে ধর্মঘট বন্ধ করেছে


তুরস্কের জেলে থাকা জঙ্গী নেতা আব্দুল্লাহ ওকালানকে নির্জন দ্বীপ ইমরালির কারাগারে পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদকারী হাজার হাজার জেল কয়েদী রবিবার থেকে ধর্মঘট বন্ধ করেছে।

তুরস্কের জেলে থাকা জঙ্গী নেতা আব্দুল্লাহ ওকালানকে নির্জন দ্বীপ ইমরালির কারাগারে পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদকারী হাজার হাজার জেল কয়েদী রবিবার থেকে ধর্মঘট বন্ধ করেছে।

ওকালানের আইনজীবির মাধ্যমে এক বিবৃতিতে তিনি ধর্মঘট প্রত্যাহারের আহবান জানান। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ওকালানের আইনজীবী ওই বিবৃতি পড়েন।

দুই থেকে তিন হাজার কয়েদী ওই ধর্মঘটে অংশ নেন। ৭০ বছর বয়সী তুরস্কের Kurdistan Workers Party (PKK) নামক সংগঠনের এই জঙ্গী নেতাকে এ মাসে দুইবার আইনজীবির সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়।

পিকেক তুরস্ক ইউরো ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত।

XS
SM
MD
LG